নিজস্ব প্রতিবেদন : মোবাইল ফোনের সঙ্গে আধার সংযোগে কেন্দ্রের নির্দেশিকাকে অর্থহীন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে গঠিত ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার এই নিয়ে কেন্দ্রকে ভর্তসনা করে। প্রধান বিচারপতি বলেন, কতিপয় জঙ্গিকে ধরতে দেশের ১২০ কোটি মানুষকে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্ত করতে বলা মুর্খতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাঙ্ক ও মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলাগুলির শুনানি ছিল। কেন্দ্রকে প্রধানবিচারপতির প্রশ্ন, ''আপনাদের কি মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্কে করালেই ব্যাঙ্ক দুর্নীতি রোখা সম্ভব? ব্যাঙ্ক কর্মীরা তো জানেন কাকে ঋণ দিচ্ছেন। সেক্ষেত্রে জেনেশুনে প্রতারকদের হাতে টাকা তুলে দিলে কীভাবে আধার তা রুখবে?''


আরও পড়ুন- লালু প্রসাদের ছেলেকে বিয়ে করছেন ঐশ্বর্য রাই!


এরপরই প্রশ্ন ওঠে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগের যৌক্তিকতা নিয়ে। সেখানেও কেন্দ্রের নির্দেশিকা ফের একবার ভর্ত্সনা করেন প্রধান বিচারপতি। কেন্দ্রের আইনজীবীর কাছে তাঁর প্রশ্ন, আপনাদের কী মনে হয় জঙ্গিরা আধার নিয়ে এসে সিমকার্ড কিনবে? তাহলে কেনও কতিপয় জঙ্গিকে ধরতে ১২০ কোটি মানুষ ভোগান্তির শিকার হবেন?


দিন কয়েক আগে অ্যাটোর্নি জেলারেল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করা প্রতিটি বিষয় অত্যন্ত নিরাপদ।