নিজস্ব প্রতিবেদন: দিল্লির হিন্দু রাও হাসপাতালের চিকিৎসকরা বকেয়া বেতন নিয়ে প্রতিবাদে নেমেছেন। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন, তাদের  গত চার মাসের বেতন মিটিয়ে দিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ ডাক্তার সহ নার্সরা এই প্রতিবাদে যোগ দিয়েছে। এক আন্দোলনরত ডাক্তার জানিয়েছেন, “আমরা গত চার মাস ধরে বেতন পাইনি। তারা এখনও বলছে যে আমাদের পাওনা পরিশোধ করতে আরও দুই মাস সময় লাগবে। তারা হাসপাতালের প্রশাসনিক ব্লক সংস্কার করছে তবে আমাদের জন্য কোনও অর্থ বরাদ্দ নেই। আমরা প্রথম সারির কর্মী তবুও চিকিৎসকদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না, ”।


 বিক্ষোভকারীরা তাদের বাকি থাকা বেতনের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলেছে হাসপাতালের মূল ফটকে।  অন্য আরেক স্বাস্থ্যকর্মী বলেন, “আমরা এখন হতাশ, চার মাস ধরে বেতন পাইনি। কেউ আমাদের কথা শুনছে না এবং সে কারণেই আমরা প্রতিবাদ জানাচ্ছি ”।


 হিন্দু রাও হাসপাতাল ৯০০ শয্যা দিল্লির বৃহত্তম পৌর হাসপাতাল। রাজ্য পরিচালিত হাসপাতালটি রয়েছে কোভিড -১৯ চিকিৎসার ব্যবস্থা। এর বহু স্বাস্থ্যকর্মীও এরমধ্য়ে করোনা আক্রান্ত হয়।