নিজস্ব প্রতিবেদন: আগামী ২৫ মে অর্থাত্ সোমবার থেকে চালু হচ্ছে অন্তর্দেশীয় উড়ান। তার আগেই বিমানের ভাড়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় অসমারিক বিমান পরিবহণ মন্ত্রক। প্রসঙ্গত, গত ২৪ মার্চ মধ্যরাত থেকে অন্তর্দেশীয় উড়ান বাতিল করে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মমতাকে ফোন শাহের, আমফান পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস 


কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী হরদীপ পুরি বৃহস্পতিবার বলেন


# বিমানের ভাড়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়েছে।


# উদাহরণ হিসেবে, দিল্লি-মুম্বইয়ের(৯০-১২০ মিনিটের সফর) ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া হবে ১০,০০০ টাকা। সর্বনিম্ন ভাড়া হবে ৩,৫০০ টাকা।


# এই ভাড়ার সীমা বলবত থাকবে ২৪ অগাস্ট মধ্যরাত পর্যন্ত।


# একটি উড়ানের ৪০ শতাংশ আসনের ভাড়া কেন্দ্রের ঠিক করে দেওয়া ভাড়ার অর্ধেকের মধ্যে রাখতে হবে।


# অর্থাত্ টিকিটের দাম ৬,৭০০ টাকার মধ্যে রাখতে হবে।


# উড়ানের রুট ৭ ভাগে ভাগ করা হয়েছে।


# উড়ানের সময় ৪০ মিনিট, ৪০-৬০ মিনিট, ৬০-৯০ মিনিট, ৯০-১২০ মিনিট, ১২০-১৮০ মিনিট, ১৮০-২১০ মিনিট।


# কোভিড নেই সেই ঘোষণা যাত্রীদের দিতে হবে।, আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে রাখতে হবে।


আরও পড়ুন-বাংলার ধ্বংসের ছবি নিজে দেখলেন মোদী; জানালেন, একযোগে কাজ চলছে   


করোনা ভাইরাস ঠেকাতে নির্দেশিকা


# প্রত্যেক যাত্রীকেরই মাস্ক পরতে হবে।


# অরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে।


# উড়ানের ২ ঘণ্টা আগে বিানবন্দরে পৌঁছাতে হবে।


#  যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হবে।


# খাবার দেওয়া হবে না।


# বাইরে থেকে জল আনা যাবে না।


উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে যে আন্তর্দেশীয় উড়ান চালু হচ্ছে তা বুধবার টুইট করে জানিয়েছিলেন অসামরিক বিমান পরিবহ প্রতিন্ত্রী হরদীপ পুরি। তবে তা ক্যালিব্রেটেড ম্যানারে। এর জন্য দেশের সব বিমানবন্দর ও বিমান পরিবহন সংস্থাকে তৈরি থাকতে বলা হয়।


কোভিড-১৯ এর কথা মাথায় রেখে বিমান সফরের নিয়মে বেশকিছু বদল আনা হচ্ছে বলে জানান পুরি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিমানবন্দরে লাইন দেওয়ার অনুমতি আর দেওয়া যাবে না। বাড়ি থেকেই বোর্ডিং পাস প্রিন্ট করে আনতে বলা হতে পারে।