নিজস্ব প্রতিবেদন: এখন থেকে আর ‌যখন তখন টিভিতে কন্ডোমের বিজ্ঞাপন প্রচার করা ‌যাবে না। সাফ জানিয়ে দিল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে সকাল ৬টা থেকে রাত ১০টা প‌র্যন্ত কন্ডোমের বিজ্ঞাপন দেওয়া ‌যাবে না। মন্ত্রকের ‌যুক্তি, কোনও কোনও টিভি চ্যানেল ওই সময়ে বারবার কন্ডোমের বিজ্ঞাপন প্রচার করে ‌যা বেশ অস্বস্তিকর।


তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, টিভিতে কন্ডোমের ‌যে বিজ্ঞাপন দেখানো হয় তার অধিকাংশই কুরুচিকর। বিশেষ করে ছোটছোট ছেলেমেয়েদের জন্য খুবই খারাপ। এনিয়ে দেশের বিভিন্ন অংশ থেকে বহু অভি‌যোগ এসেছে। ১৯৯৪ সালে গর্ভনিরোধর ট্যাবলেটের বিজ্ঞাপনের ক্ষেত্রেও এরকম একটি নির্দেশিকা জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রের ওই নির্দেশিকা না মানা হলে সংশ্লিষ্ট টিভি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন-ম্যানহাটান বিস্ফোরণে বং কানেকশন, আটক ১ বাংলাদেশি