ওয়েব ডেস্ক : রাজনীতিতে কালো টাকা রুখতে কড়া পদক্ষেপ অর্থমন্ত্রীর। আজকের বাজেটে নজীরবিহীন ভাবে রাজনৈতিক দলগুলির ওপর নেমে এল খাড়া। তিনি বলেন, কোনও রাজনৈতিক দল এবার থেকে নগদে ২০০০ টাকার বেশি অনুদান নিতে পারবে না। দু'হাজারের বেশি অনুদান নিতে হলে তা নিতে হবে চেক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭


রাজনৈতিক দলগুলির অনুদান নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে বিশেষ ইলেক্টোরাল বন্ড। এজন্য, RBI-র আইনে বিশেষ সংশোধনী আনছে কেন্দ্র। এবার থেকে যেকোনও  ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে এই বন্ড কেনা যাবে। রাজনৈতিক দলকে অনুদান দিতে ইচ্ছুক ব্যক্তি চেক বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।


আরও পড়ুন- বাজেট ২০১৭ : স্বাধীন ভারতে প্রথম সংযুক্ত রেল বাজেট একনজরে