নিজস্ব প্রতিবেদন : ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শনিবার সিবিল সার্ভিস নিয়ে মন্তব্য করার পর, এবার সরকারি চাকরি নিয়ে মুখ খুলে বিতর্কে বিপ্লব। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''রাজ্যের শিক্ষিত তরুণ-তরুণীরা সরকারি চাকরি পাওয়ার জন্য আশায় বসে আছেন। আর তা করতে গিয়ে রাজনৈতিক নেতাদের পিছনে দৌঁড়চ্ছেন।'' এই বিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ''সরকারি চাকরি পাওয়ার নেশায় নেতা-মন্ত্রীদের পিছনে না ছুটে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আর্থিক সাহায্য নিয়ে ছোট ছোট ব্যবসা গড়ে তুলতে পারেন। এর থেকে মাসে প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার হতে পারে।'' প্রয়োজনে পানের দোকান বা পল্ট্রি খামারের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতীয় মহিলাদের প্রতীক ঐশ্বর্য, ডায়না কি বিশ্ব সুন্দরী হওয়ার উপযুক্ত? বিতর্কে বিপ্লব


শনিবার প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিপ্লব দেব। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''বাম সরকারের ভুল নীতির ফলেই রাজ্যের তরুণ প্রজন্মের এই হাল। শিক্ষিত হলেই সরকারি চাকরি পাওয়ার আশায় বসে থাকেন। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে তাঁরা লজ্জা পান।''


এর আগে শুক্রবার সিভিল সার্ভিস ও সিভিল ইঞ্জিনিয়ারিংকে এক করে ফেলে বেফাস মন্তব্য করে বসেছিলেন বিপ্লব। তিনি বলেন, ''মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া উচিত নয়। বরং সিবিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিস দিতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারদের প্রশাসন চালানো ও সমাজ গঠনে অভিজ্ঞতা থাকে।''


আরও পড়ুন- সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিস দেওয়া উচিত, বিতর্কে বিপ্লব দেব


এখানেই শেষ নয়, দিন কয়েক আগে বিশ্বসুন্দরী ডায়না হেডেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে ক্ষমা চাইতে হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে।