নিজস্ব প্রতিবেদন: সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন ওয়েবসাইটগুলিতে গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে।  এমনকি বেসরকার সংস্থাগুলিও তার গ্রাহকদের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে ব্যর্থ। সম্প্রতি ভারতের বিখ্যাত এবং বৃহত্তম টেস্টিং ল্যাব ডাঃ লাল প্যাথ ল্যাব দিল্লি ও তার আশপাশের অঞ্চলের রোগীদের ডেটা বেঁচে দিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেকক্রাঞ্চ প্রকাশিত খবর অনুযায়ী,  রোগীদের বুকিংয়ের বিবরণ, নাম, লিঙ্গ, ঠিকানা, ফোন নম্বর, ইমেল ঠিকানা, ডিজিটাল স্বাক্ষর, টাকা জমা করার বিবরণ এবং ডাক্তারের তথ্যের সমস্তটাই বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।  এমনকি কোভিডে আক্রান্ত রোগীর তথ্যও পাওয়া গিয়েছে অসুরক্ষিত ক্লাউড সার্ভারে। 


সংস্থাটি স্টোরেজ বাকেটে গুরুতর রোগীর ডেটা-সহ বড় স্প্রেডশিট আকারে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লুএস) এর ডেটা সঞ্চালনা  করছে। কোনও পাসওয়ার্ডের প্রয়োজন ছাড়াই সার্ভারে ডেটা ফাঁস হয়ে গিয়েছে।  ডাঃ লাল পাথ ল্যাবস দিল্লির ৭০,০০০ এর বেশি রোগীর তথ্য ফাঁস করে দিয়েছে।