নিজস্ব প্রতিবেদন: জলের দরে মিলবে পানীয় জল। তাও আবার আর্সেনিকপ্রবণ এলাকায়। বিহারের দ্বারভাঙায় এমনই একটি প্রকল্পের কাজ শুরু হল শনিবার। প্রকল্পের উদ্যোক্তাদের দাবি মাত্র ৫০ পয়সাতেই মিলবে ১ লিটার পরিস্রুত পানীয় জল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পরিবর্তন দেখতে অমর্ত্যকে দেশে সময় কাটানোর পরামর্শ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের  


শনিবার ওই প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করল সুলভ ইন্টারন্যাশনাল। সুলভের সঙ্গে রয়েছে একটি ফরাসি সংস্থা ও এলাকার একটি এনজিও। সুলভের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুনিয়ার সবচেয়ে সস্তা পানীয় জল মিলবে এই প্রকল্প থেকে। প্রতি লিটার জলের দাম পড়বে মাত্র ৫০ পয়সা। বিভিন্ন স্তরে পরিস্রুত করে ওই জল তৈরি হবে। নদী বা পুকুর থেকেও ওই প্রকল্পের মাধ্যমে জল উৎপাদন করা ‌যাবে।’


দ্বারভাঙা নগর নিগমের চত্বরে একটি পুকুরে ওই প্রকল্পের শিল্যানাস করা হয়েছে। পানীয় জল তৈরি হবে ওই পুকুরের জল থেকেই। প্রকল্পের শিলান্যাস করেন সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক। তিনি বলেন, ডিসেম্বর নাগাদ উৎপাদন শুরু হয়ে ‌যাবে।


আরও পড়ুন-জনসমক্ষে কেঁদে ফেললেন কুমারস্বামী, কর্ণাটকে গেরুয়া সরকারের ইঙ্গিত? 


উল্লেখ্য, এই ধরনের পানীয় জল উৎপাদন প্রকল্পের পাইলট প্রজেক্ট শুরু হয়ে দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। পাঠকের দাবি, ‘নতুন একটি প্র‌যুক্তি ব্যবহার করে এত কম খরচে পানীয় জল উৎপাদন দুনিয়ায় এই প্রথম। প্রত্যন্ত গ্রামের মানুষ এতে উপকৃত হবেন।’