নিজস্ব প্রতিবেদন: ট্রেনে যাওয়ার সময় জলের বোতল কেনেন অনেকেই, তা আবার যত্রতত্র ফেলেও দেন। তবে এবার লাগাম টানুন এই অভ্যাসে। আখেরে লাভ হবে আপনারই। জলেই সেই প্লাস্টিক বোতলগুলো দিয়ে দিন মেট্রো কর্তৃপক্ষকে। প্রতি বোতল পিছু মিলবে ৫ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। পরিবেশ বাঁচাতে নয়া উদ্যোগে সামিল পূর্ব মধ্য রেল। এই বোতলগুলো দিয়ে টুপি এবং টিশার্ট বানাবেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফ্রি-তে খেতে রেলের খাবারে টিকটিকি মেশাতেন বৃদ্ধ, হাতেনাতে পাকড়াও করল কর্তৃপক্ষ


সম্প্রতি পূর্ব মধ্য রেলের চার স্টেশন পাটনা, রাজেন্দ্রনগর, পাটনা সাহিব ও দানাপুরে ইতিমধ্যে বসেছে রিভার্স ভেন্ডিং মেশিন বসানো হয়েছে ৷ আর স্টেশনের সেই বোতল ক্রাশর মেশিনের প্লাস্টিক দিয়েই তৈরি হবে টি-শার্ট ও টুপি ৷ বোতলগুলি মেশিনে দেওয়ার সময় যাত্রীর মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপরই ভাউচার পাবেন যাত্রীরা। উল্লেখ্য, টি-শার্ট তৈরির জন্য মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সেরেছে রেল৷