ওয়েব ডেস্ক :  গায়ে খাকি উর্দি। কিন্তু দায়িত্ব-কর্তব্যের দিকে হুঁশ নেই তাঁর। ডিউটিরত মদ্যপ পুলিস তখন 'ব্যস্ত' জেলবন্দিকে নিয়ে মদ, সিগারেট, তামাক কিনতে। গোটা ঘটনায় সামনে এসেছে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুলিসকর্মী মদ্যপ অবস্থায় রাস্তার ধারে এক কিয়স্কের দিকে হেঁটে যাচ্ছেন। তাঁর সঙ্গেই হাতে হাতকড়া লাগানো অবস্থায় রয়েছে এক বন্দি। আরেকজন পুলিসকর্মী ওই বন্দিকে বলছেন, দোকান থেকে তাঁদের জন্য মদ, সিগারেট, তামাক কিনতে। এর আগে বন্দি রাজুর সঙ্গে বসে দুই পুলিসকর্মী মদ্যপান করেন বলেও অভিযোগ।



ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাহতে। এই ঘটনার কথা সামনে আসতেই এটাহর অভিযুক্ত দুই কনস্টেবল রবি কুমার সিং ও রাকেশ কুমারকে বরখাস্ত করেছে উত্তরপ্রদেশ পুলিস। একইসঙ্গে এই ঘটনায় বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।



আরও পড়ুন, বাতিল হচ্ছে না ২০০০-এর নোট, আসছে নতুন ২০০ টাকার নোট