ওয়েব ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে জোর ধাক্কা খেল আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। নিজেদের গড় রক্ষা রাখতে পারল না তারা। ছাত্র সংসদের দুটি পদে জয়লাভ করল এনএসইউআই। এবিভিপি-র খাতায় দুটি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সভাপতি ও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দুটি পদে জয়ী হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এবিভিপির ঝুলিতে সম্পাদক ও ‌যুগ্ম সম্পাদক। গতবার কানহাইয়া বিতর্কে জেএনইউ-তে মুখ পুড়লেও দিল্লি বিশ্ববিদ্যালয়ে মুখরক্ষা করেছিল এবিভিপি। এবার নিজেদের গড়েই তারা কোণঠাসা। 



২০১২ সাল থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে টানা জিতে আসছে এবিভিপি। গতবারও সভাপতি ও সহ-সভাপতি পদ তারাই দখলে রেখেছিল।


আরও পড়ুন, জেএনইউ-তে হেরেও নৈতিক জয় দেখছে এবিভিপি