ওয়েব ডেস্ক : পঞ্জাবে ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে কংগ্রেস। ১১৭টি আসনের পঞ্জাব বিধানসভা। ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার ৫৯। সকালের ট্রেন্ড যা বলছে, তাতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস। পঞ্জাবের রাজ্যপাট এবার বিজেপি-অকালি দলের হাতছাড়া হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে অধিকাংশ বুথফেরত সমীক্ষা। ভোটের ফলও সেই আভাসই দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাবে এবার ভরাডুবির পথে অকালি-বিজেপি জোট। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলে এমনই পূর্বাভাস। সরকার গঠনে হাড্ডাহাড্ডি লড়াই আপ-কংগ্রেসের। ইন্ডিয়া টিভি ও CNN NEWS18-এর সমীক্ষা বলছে পঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে আপ। দ্বিতীয় স্থানে থাকছে কংগ্রেস। প্রায় মুছে যাওয়ার মুখে অকালি-বিজেপি জোট। ইন্ডিয়া নিউজ এবং NEWS 24-এর সমীক্ষায় আপ এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই। দুই সমীক্ষাই দুই দলকে সমসংখ্যক আসন দিয়েছে। ইন্ডিয়া টুডে অবশ্য বলছে, পঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। দিল্লির পর আপ পঞ্জাবেও ক্ষমতা দখল করলে তারাই হবে দেশের এক মাত্র আঞ্চলিক দল, যাদের হাতে থাকবে দুই রাজ্যের সরকার।


আরও পড়ুন, মোদী ম্যাজিকে বেলাইন সপা, ফ্লপ রাহুল প্ল্যান; উত্তরপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়


বিস্তারিত জানতে ক্লিক করুন