নিজস্ব প্রতিবেদন: বন্যার মধ্যে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। শুক্রবার দুপুর ২টো ৫২ মিনিটে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহতের খবর মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনের কম্পনের উত্সস্থল অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলা। অসমের গুয়াহাটি ও অন্যান্য অংশে, মেঘালয়, নাগাল্যান্ড এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে দুপুর ২টো ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে, মাঝারি কম্পনের কারণে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। 



অন্যদিকে ক্রমাগত খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত অসমের ৩৩টি জেলা। প্রায় ৩ লাখ মানুষ ভিটেছাড়া। এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বন্যায়। বন্যায় আক্রান্ত কাজিরাঙা অভয়ারণ্যও। এর মধ্যে তীব্র ভূমিকম্প হলে পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত, তা বলাই বাহুল্য।   


আরও পড়ুন- রং সবুজ হওয়ায় Jawa 42 বাইকের রেজিস্ট্রেশন হবে না!