Earthquake in Assam: তুরস্কের স্মৃতি উসকে এবার দুলে উঠল অসম....
গত বছরের নভেম্বরের দিল্লিতেই ভূমিকম্প হয়েছিল চারবার। সঙ্গে পঞ্জাবের অমৃতসর ও হিমাচল প্রদেশের মান্ডি শহরেও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের আগে কাঁপন! এবার ভূমিকম্প অসমে। রিখটাল স্কেলের তীব্রতা ছিল ৪। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। জানা যায়নি উৎসস্থলও।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। মৃতের সংখ্যায় ৩০ হাজার ছুঁইছুঁই। আহত কমপক্ষে ৪৫ হাজার। কেঁপে উঠছে এদেশের বিভিন্ন প্রান্তও।
গত বছরের নভেম্বরের দিল্লিতেই ভূমিকম্প হয়েছিল চারবার। সঙ্গে পঞ্জাবের অমৃতসর ও হিমাচল প্রদেশের মান্ডি শহরেও। এবার বাদ গেল না অসম। ঘড়িতে তখন ৪টা বেজে ১৮ মিনিট। এদিন বিকেলে ভূমিকম্প অনভূত হয় অসমে। কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল নওগাঁ জেলায়।
আরও পড়ুন: Jammu And Kashmir: চারিদিকে তুষারপাত! হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কন্যাসন্তান প্রসব করালেন চিকিৎসক...
এদিকে উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভার ভোটের আর দেরি নেই। ফেব্রুয়ারিতেই ভোট হবে নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরায়। শেষ মুহূর্তে প্রচার চলছে জোরকরমে। এরইমধ্যে ভূমিকম্প হল প্রতিবেশী রাজ্য অসমে।