Delhi Earthquake: কেঁপে উঠল পায়ের নীচের মাটি, নতুন বছরের প্রথম দিনেই ভূমিকম্প...
Delhi Earthquake: ভূকম্পটির কেন্দ্র মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। এর আগে ১২ নভেম্বর দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখন কম্পনটির গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে আবার ৩.৮ মাত্রার ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই খবর দিয়েছে। ভারত সরকারের ভূমিকম্প সংক্রান্ত খবর দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এরাই। হরিয়ানায় কম্পনটির এপিসেন্টার। ভূকম্পটির কেন্দ্র মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। এর আগে ১২ নভেম্বর দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখন কম্পনটির গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।
আরও পড়ুন: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বলে দেবে ২০২৩! জানুন কীভাবে...
এর আগে নভেম্বরে ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। কেন্দ্র ছিল কিমি পশ্চিমে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি গভীরে। কোনও পর্যন্ত হতাহতের খবর ছিল না। দেশের বিভিন্ন প্রান্তেই ভূমিকম্প হচ্ছিল সেই সময়টায়। নভেম্বর শুরুতে দিল্লিতেই ভূমিকম্প হল তিনবার, তাও আবার মাত্র তিন দিনে!
আরও পড়ুন: Delhi Fire: দিল্লির বয়স্কদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত অন্তত ২
এর আগে, নভেম্বরেই ভূমিকম্প হয়েছিল পঞ্জাবের অমৃতসর ও লাগোয়া এলাকায়। তীব্রতা? খটার স্কেলে ৪.১।
১৬ নভেম্বর নাগাদ ভূমিকম্প হয়েছিল হিমাচল প্রদেশে। রাতের দিকে এই কম্পন টের পাওয়া গিয়েছিল মান্ডি শহর থেকে ২৭ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে। উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিমি গভীরে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)