নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ভোরে কয়েক ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর-পূর্ব ভারত। তীব্রতা কম হলেও অসম, মেঘালয়, মণিপুরে ভূমিকম্পের রেশ ছিল ভালই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুযায়ী রিখটার স্কেলে ৪.১ ছিল ভূমিকম্পের তীব্রতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফের অসমের তেজপুরে ২.০৪ রিখটার স্কেলের তীব্রতায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ২২ কিলোমিটার গভীরে। তেজপুরের পশ্চিম-উত্তর-পশ্চিমে ৩৬ কিলোমিটার গভীরে, এমনটাই জানা গিয়েছে।


আরও পড়ুন, ভারতের গণতন্ত্র নিয়ে টুইটারের 'লেকচার' দেওয়া ঠিক নয়, তোপ রবিশঙ্করের


এর আগে, রিখটার স্কেলে প্রায় ৩.০ মাত্রার একটি ভূমিকম্প মণিপুরের মাইরাংয়ে আঘাত হানে। এনসিএসর বিবৃতি অনুসারে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ১০ কিলোমিটার গভীর। সকাল ১০টায় ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। কেন্দ্রস্থলটি মাইরাংয়ের দক্ষিণ-পূর্বে ৩৯ কিলোমিটার গভীরে।


মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়গুলিতেও রিখটার স্কেলে ২.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এনসিএস জানিয়েছে, ভোর ৪.২০ মিনিটে দশ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নংপোহ থেকে ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।