নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নোটিস জারি করল নির্বাচন কমিশনও। এ বার ন্যূনতম আয় যোজনা (ন্যায়) সংক্রান্ত ব্যানার নিয়ে কমিশনের রোষের মুখে পড়তে হল রাহুল গান্ধীকে। কংগ্রেসের নয়া প্রতিশ্রুতি ‘ন্যায়’ নিয়ে ব্যানার পড়ে অমেঠি কেন্দ্রে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভবনের দেওয়ালে ওই পোস্টার পড়ে। এমনকি ওই পোস্টারে প্রিন্টিং সংস্থার তথ্য না থাকার অভিযোগও ওঠে। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করে কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উল্লেখ্য, সম্প্রতি রাফাল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাহুলের মন্তব্যে বিতর্ক ছড়ায়। ‘চুরি যাওয়া’ রাফাল নথিকে প্রামাণ্য নথি বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে রাহুল গান্ধী এ দিন বলেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রামণিত হল চৌকিদার চোর। রাহুলের ব্যাখ্যা তলব করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।


আরও পড়ুন- সংখ্যালঘুদের সম্মান করি, তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করলেন মেনকা গান্ধী


কংগ্রেস তাদের ইস্তাহারে দাবি করেছে ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ গরিবকে বছরে ৭২ হাজার টাকা করে দেবে তাদের সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ন্যূনতম আয় যোজনা (ন্যায়)। কংগ্রেসের দাবি, এই ন্যায় প্রকল্প বাস্তবায়ন হলে ২৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে আসবে। তাদের এই প্রকল্পকে দারিদ্র স্তরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে ব্যাখ্যা করছে কংগ্রেস। যদিও, বিজেপির অভিযোগ, ‘ন্যায়’ কংগ্রেসের নতুন জুমলা। গরিবি হটাও নাম করে প্রতি বারই দেশের নাগরিককে ঠকিয়েছে কংগ্রেস।