ওয়ে ডেস্ক : স্কুলে মাত্র একটা শৌচালয়। এতগুলো পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা। প্রতি মুহূর্তে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। এদিকে নতুন শৌচালয় তৈরি করতে, ইট কেনার জন্য টাকা লাগবে। সেই টাকা মঞ্জুর হতে হয়ে এসে, সমস্যা মিটতে মিটতে আরও দেরি। এমন পরিস্থিতিতে এক অভিনব সিদ্ধান্ত নিল জামশেদপুরের 'মানব বিকাশ' স্কুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইট নয়। শৌচালয় তৈরি হল ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে। 'পরিবেশ বান্ধব' এই উদ্যোগের ফলে একদিকে যেমন স্কুলের শৌচালয়ের সমস্যা মিটল, তেমনই স্কুল চত্বর হয়ে উঠল আবর্জনা মুক্ত। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলগুলোকে প্রথমে বালি, লোহাচূর্ণ, ধাতুচূর্ণ, ছাই প্রভৃতি দিয়ে ভর্তি করা হয়। তারপর সেই এক-একটা বোতলই হয়ে উঠল এক-একটা ইট। বোতলের পর বোতল গাঁথনি গেঁথে তৈরি হল শৌচালয়।  


এলাকার অবসরপ্রাপ্ত মানুষদের তৈরি স্কুলের এই অভিনব উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ প্রশাসন। ফেলে দেওয়া জিনিসও যে 'অপরিহার্য' হয়ে উঠতে পারে, এঘটনা তার প্রমাণ।


আরও পড়ুন, মহাকাশের 'বাসিন্দা' হলেন ভারতের এই প্রাক্তন রাষ্ট্রপতি!