নিজস্ব প্রতিবেদন: ইডি তাঁকে হেফাজতে নিক, বরাবরই আদালতে আর্জি জানিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। প্রায় দেড় মাস পর তিহাড় জেল ছেড়ে ইডি হেফাজতে যাচ্ছেন চিদম্বরম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় মঙ্গলবার দিল্লির বিশেষ আদালতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে গ্রেফতারের অনুমতি চেয়েছিল ইডি। আদালতের অনুমতি পেতেই বুধবার তিহাড় জেলে পৌঁছান ইডি কর্তারা। জেরার পর চিদম্বরমকে হেফাজতে নেওয়ার আর্জি জানান ইডি কর্তারা।



আরও পড়ুন: এক মাসের বেশি জেলে, হেফাজতে পেতে শেষমেশ চিদম্বরমকে গ্রেফতার ইডির


বৃহস্পতিবার আদালত ২৪ অক্টোবর পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে চিদম্বরমের কয়েকটি আর্জিও মেনে নিয়েছে আদালত। চিদম্বরমের আর্জি মেনে আদালত তাঁর জন্য পৃথক সেলের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই চিদম্বরমের আর্জি মেনে তাঁর বাড়ি থেকে খাবার আর ওষুধ আনার অনুমতি দিয়েছে আদালত। ইডিকে চিদম্বরমের জন্য ওয়েস্টার্ন টয়লেটের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে আদালত।