যাদব পরিবারে ঝড়, লালুর জেল; মিশার বিরুদ্ধে ইডির চার্জশিট
আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।
ওয়েব ডেস্ক: বিপদের দিনে আরও বিপদ যাদব পরিবারে। পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালু যাদবকে শনিবার সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিল বিশেষ সিবিআই আদালত। আর এদিনই লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীর বিরুদ্ধে হাওলা মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।
শনিবার ৮ হাজার কোটি টাকার হাওলা মামলায় লালুর মেয়ে মিশা যাদব, মিশার স্বামী শৈলেশ কুমার ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দ্বিতীয় চার্জশিট পেশ করল ইডি। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন-গোপনে তৃতীয় বার বিয়ে করলেন ৬৫ বছরের ইমরান খান?
গত ১১ জুলাই মিশা ভারতীকে টানা ৮ ঘণ্টা জেরা করে ইডি। তার পরই ২১ জুলাই ইডি মিশার চ্যাটার্ড অ্যাকাউন্টট্যান্ট রাজেশ আগরওয়ালের বিরুদ্ধে হাওলা মাললায় চার্জশিট দেয় ইডি। গত ৮ জুলাই দিল্লিতে মিশার বাড়িতে হানা দিয়েছিল ইডি।