ওয়েব ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের মন্তব্যের বিরোধিতা করে আগেই বিপাকে পড়েছিলেন৷ এবার দেশদ্রোহিতার অভিযোগে রম্যার গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছুড়ল বিক্ষোভকারীরা৷ প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং কন্নড় অভিনেত্রী রম্যাকে হেনস্থা হতে হল মেঙ্গালুরু বিমানবন্দরে। ডিম, পচা সব্জিও তাঁর দিকে ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতে পাক সেনার হানাদারির প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, হানাদারদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে৷ পাকিস্তানে যাওয়া নরকে যাওয়ার সমান৷ তাঁর মন্তব্যের বিরোধিতা করেন দক্ষিণী এই অভিনেত্রী তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ রম্যা৷তিনি জানিয়েছিলেন, পাকিস্তান নরক নয়৷ সেখানকার অধিবাসীরাও এ দেশের মানুষের মতোই সাধারণ মানুষ৷ তাঁর এ মন্তব্য সামনে আসার পরই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জমা হতে থাকে৷ এমনকী অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও রুজু করা হয়৷ এবার আর এক বিপাকে পড়লেন কন্নড় অভিনেত্রী৷ ম্যাঙ্গালুরুতে তাঁর গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছুড়ল প্রতিবাদীরা৷


আরও পড়ুন  স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!