জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি সরকারের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। শুক্রবার শিন্ডে ঘোষণা করেছেন তার সঙ্গে থাকা বিধায়কদের মধ্যে একজনও যদি পরবর্তী বিধানসভা নির্বাচনে হেরে যান তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আব্দুল সাত্তারের আয়োজন করা একটি মিছিলে বক্তৃতা দেওয়ার সময় শিন্ডে বলেন, "আমি আত্মবিশ্বাসী যে এই ৫০ জন বিধায়ক নির্বাচনে জয়ী হবেন... যদি তাদের মধ্যে কেউ হেরে যায়, আমি রাজনীতি থেকে পদত্যাগ করব।"


তিনি আবার জানিয়েছেন যে রাজ্যের পরবর্তী নির্বাচনে, তার শিবসেনা এবং সহযোগী ভারতীয় জনতা পার্টি যৌথভাবে ২০০ আসন পাবে। অন্যথায় তিনি রাজনীতি ছেড়ে দেবেন।


শিবসেনার অন্দরে সাম্প্রতিক নাটকীয় বিদ্রোহের কথা উল্লেখ করে শিন্ডে স্বীকার করেন যে তিনি এর সম্ভাব্য পরিণতি নিয়ে "চিন্তিত" ছিলেন।


প্রথমে ৩০ জন এবং পরে ৫০ জন সমর্থন করলেও তাঁদের রাজনৈতিক জীবন নিয়ে চিন্তিত ছিলেন শিন্ডে। তিনি জানিয়েছেন তাঁর সমর্থক বিধায়কদের রাজনৈতিক জীবনের উপর বাজি ধরেন তিনি।


আরও পড়ুন: মহাত্মা গান্ধীকে অপমানের অভিযোগ, পুরোহিতের বিরুদ্ধে এফআইআর উত্তরপ্রদেশে


২০ জুন বিদ্রোহের পর থেকে, বিধায়করা গুজরাট, তারপর আসাম এবং পরে গোয়া যান। ৩০ জুন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মহারাষ্ট্রে ফিরে আসেন।


তিনি বলেন বিধায়করা বালাসাহেব ঠাকরে এবং আনন্দ দীঘের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এরা সর্বদা কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিকে রাজনৈতিক শত্রু মনে করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)