নিজস্ব প্রতিনিধি- গ্যাংস্টার ছোটা শাকিলের বড় বোন থানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শাকিলের বড় দিদির নাম ছিল হামিদা ফারুক সাইয়্যেদ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সব উপসর্গ ছিল তাঁর শরীরে। তিন দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৬০ বছরের হামিদা মঙ্গলবার মারা গিয়েছেন। চিকিৎসকরা সন্দেহ করছেন, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তাঁর নমুনা পাঠানো হয়েছে টেস্টের জন্য। রিপোর্ট এলে জানা যাবে সত্যিটা আসলে কী!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বড় সম্মান পেল এইমস, বিশ্বসেরার তালিকায় জায়গা করে নিল ভারতের হাসপাতাল


এক মাসের মধ্যে ছোটা শাকিবের দুই বোন মারা গেলেন। কিছুদিন আগেই ছোট বোন ফাহমিদা মারা গিয়েছিলেন। মুম্বইতে হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি। ৫০ বছর বয়সী ফাহমিদা আগে দুবাইতে থাকতেন। ২০০৬ সাল নাগাদ মুম্বইতে চলে আসেন পাকাপাকিভাবে। অনেকেই বলেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিলের সব থেকে কাছের মানুষ ছিলেন ফাহমিদা। চার ভাইবোনের মধ্যে ফাহমিদা সবথেকে ছোট ছিলেন।  ইন্টারন্যাশনাল ডন দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল। আন্ডারওয়ার্ল্ড ছাড়াও সেটা অনেকেই জানেন। গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, নিজের ভাই আনোয়ার ও পরিবারের সবাইকে নিয়ে পাকিস্তানের করাচিতে থাকেন ছোটা শাকিল। তার বাবা ২০১১ সালে মারা যান মুম্বইতে। সেই সময় তার পরিবার দক্ষিণ মুম্বইয়ের ট্যাঙ্কার মহল্লা এলাকায় ইসমাইল বিল্ডিং-এ থাকত।