নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে ১৬টি রাজ্যে। নির্বাচন কমিশনের ঘোষণা, সংসদের উচ্চকক্ষের ৫৮টি আসনে ভোট হবে ২৩ মার্চ। ১২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে পশ্চিম বাংলায়। এর মধ্যে চারটি তৃণমূলের। এবং একটি সিপিএমের। পরিসংখ্যান অনুযায়ী ৪টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। গোল বেঁধেছে একটি আসন নিয়ে। ওই আসনে কংগ্রেস ও বামেরা সমঝোতা না করলে তৃণমূলের সম্ভাবনা থাকছে।


রাজ্যসভায় সংখ্যালঘু বিজেপি। তবে এবার নির্বাচনে তারা আরও বেশ কয়েকটি আসন বাড়িয়ে নিতে পারবে। অরুণ জেটলি, প্রকাশ নাড্ডা ও রবিশঙ্কর প্রসাদের মতো নেতাদের রাজ্যসভায় জিতে আসতে হবে। রাজ্যসভায় বিজেপির আসন বৃদ্ধি রুখতে সক্রিয় হয়ে উঠেছে বিরোধীরা। জোট বেঁধে কেন্দ্রের শাসক দলকে বেগ দিতে চাইছে তারা।