জ্যোতির্ময় কর্মকার: জয়পুরের বাণী পার্কের মহারানি স্কুলের সামনে তৈরি করা হয়েছে তোরণ। সাজানো হয়েছে ফুল দিয়ে। আর তাতে লেখা, “স্বাগত, মহিলা মতদান কেন্দ্রে।” ভোট দিতে গিয়ে এমন তোরণ দেখে একটু অবাকই হচ্ছেন ভোটদাতারা। বছর সত্তরের এক বৃদ্ধ তো বলেই ফেললেন, এখানে কি পুরুষরা ভোট দিতে পারবেন না!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

না, তেমনটা নয়। নারী-পুরুষ নির্বিশেষে ভোট দিচ্ছেন এখানে। তবে, বুথের ভিতর ঢুকলে মনেই হবে, আর পাঁচটা বুথের থেকে চিত্রটা আলাদা। প্রিসাইডিং অফিসার থেকে অন্যান্য ভোটকর্মীরা সবাই এখানে মহিলা। এমনকি অধিকাংশ নিরাপত্তারক্ষীরাও মহিলা। এ ধরনের বুথের নাম দেওয়া হয়েছে ‘পিঙ্ক বুথ’।



আরও পড়ুন- কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে এলেন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম


রাজস্থানের প্রায় ৫২ হাজার বুথে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে মহিলা পরিচালিত বুথ করা হয়েছে ২৫৯টি। নির্বাচন কমিশনের এমন নজিরবিহীন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দলই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলেও, নারী-নির্যাতন, ধর্ষণে ভুরিভুরি অভিযোগ রয়েছে। এমনকি রাজনৈতিক দলগুলিতেও মহিলাদের সংখ্যা হাতেগোনা। এবারে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বিচারে মহিলারা অনেকটাই পিছিয়ে। কংগ্রেসের ২৭ জন এবং বিজেপির ২৩ জন মহিলা প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। সূত্রের খবর, রাজনৈতিক পরিসরে সচেতনতা বৃদ্ধি করতে মহিলাদের আরও বেশি যুক্ত করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। মহিলা বুথগুলিতে মহিলা ভোটাদাতাদের জন্য বিশেষ সুবিধার আয়োজন করা হয়েছে। এই বুথগুলিতে বাচ্চাদের নিয়ে ভোট দিতে পারেন মহিলারা। গর্ভবতী বা অসুস্থ মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে হুইলচেয়ারের । সব মহিলা বুথে রয়েছে মহিলাদের জন্য টয়লেটও।