দিল্লির বুরারিতে বন্ধ ঘর থেকে উদ্ধার ১১ জনের দেহ
রবিবার সকালে হরিয়ানা লাগোয়া উত্তর দিল্লির বুরারিতে একটি বাড়ির ভিতরে ১১ জনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিসে। ঘটনাটি আত্মহত্যা না খুন তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস আধিকারিকরা।
নিজস্ব প্রতিবেদন: রোব্বারের সকালে শিউরে ওঠার মতো খবর এল দিল্লি থেকে। রাজধানীর বুরারি এলাকায় একই ঘর থেকে মিলল ১১ জনের দেহ। নিহতদের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ বলে জানিয়েছে সংবাদসংস্থা ANI.
রবিবার সকালে হরিয়ানা লাগোয়া উত্তর দিল্লির বুরারিতে একটি বাড়ির ভিতরে ১১ জনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিসে। ঘটনাটি আত্মহত্যা না খুন তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস আধিকারিকরা।
শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে নিম্নমানের খাবার, অসুস্থ বহু যাত্রী
নিহতরা সবাই একই পরিবারের সদস্য কি না এব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এদিন দেহগুলি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। হাতমুখ ছিল বাঁধা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান এটি খুনের ঘটনা। ঘটনায় রাজস্থানের কোনও যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।