ওয়েব ডেস্ক : হঠাত্ করে কেউ এই অফিসে ঢুকলে প্রথম ধাক্কাতেই ভিরমি খাবে। সবার মাথাতেই হেলমেট! হেলমেট মাথায় পরেই চলছে কাজকর্ম। এমনকী, এই অফিসে 'কাজ করাতে' যাঁরা আসেন, তাঁরাও কখনও কখনও হেলমেট পরেই অফিসের ভেতর ঢোকেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিটা বিহারের পূর্ব চম্পারণ জেলার ব্লক অফিসের। যেকোনও সময় নাকি ভেঙে পড়তে পারে বিল্ডিং। এমনই ভগ্নদশা বিল্ডিংয়ের। কিন্তু সেখানেই ব্যস্ত সরকারি দফতর। কাজের স্বার্থে প্রতিদিন সেখানে কয়েকশ মানুষ আসেন। এদিকে, অফিস ঘরের ছাদ থেকে যখন-তখন ভেঙে পড়ছে চাঙড়। বেশ কয়েকজন আহতও হয়েছেন। এমননকী, বিহার সরকারের আবাসন নির্মাণ দফতর গতবছরই বিল্ডিংটিকে 'বিপজ্জনক' বলে ঘোষণা করেছে। কিন্তু তারপরেও বিল্ডিংটির কোনও সংস্কার করা হয়নি। প্রত্যেকে তাই 'প্রাণভয়ে' বাধ্য হয়ে হেলমেট পরেই কাজ করেন এখানে।


আরও পড়ুন, 'ক্লাসরুমে পর্ন নয়', স্কুলে স্কুলে জ্যামার বসাবে কেন্দ্র!