নিজস্ব প্রতিবেদন: সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক জঙ্গি। মঙ্গলবার কাশ্মীরের কুলগামে জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভি‌যানের সময় সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শহিদ হয়েছেন এক জওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার কুলগামের নওবাগ কুন্দ গ্রামে তল্লাশি অভি‌যান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস। খবর ছিল, ওই গ্রামে আশ্রয় নিয়েছে কয়েকজন জঙ্গি। তল্লাশি অভি‌যানের সময়ে হঠাৎ করেই জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালাতেই খতম হয় এক জঙ্গি।


অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে টহলদারি সেনাবাহিনীর উপরে হামলা চালায় জঙ্গিরা। ত্রালে লাম গ্রামের কাছে ওই হামলা হয়। সম্প্রতি হান্দওয়ারায় ২ জঙ্গিকে খতম করেছে সেনা। তার পরই পাল্টা হামলা চালাল জঙ্গিরা।


আরও পড়ুন-পশ্চিমবঙ্গ বিনিয়োগের সেরা গন্তব্য, লন্ডনে শিল্পপতিদের বার্তা মমতার