নিজস্ব প্রতিবেদন:  ফের উত্তপ্ত উপত্যকা। জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষে জম্মু কাশ্মীরের কূপওয়াড়ার  হান্দওয়ারায় চলছে গুলির লড়াই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন চিরুনি তল্লাশির সময়ে নিরাপত্তা রক্ষীদের দেখতে পেয়েই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। ওই এলাকায় দু-তিন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।  তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 


 



প্রসঙ্গত গত বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়।  নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ সোপিয়ান এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।  সোপিয়ানের  মিমেন্দার এলাকায় নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।  সেই ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া যায়।  ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার সীমান্তরেখা থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।


এদিকে, আজই  পাকিস্তানের কবজা থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।  শুক্রবার ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।