ওয়েব ডেস্ক: ভিসা বিতর্কের রেশ না কাটতেই ফের বিপাকে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। প্রাক্তন এই  ক্রিকেটকর্তা এবার ইডির কাঠগড়ায়। আইপিএল কেলেঙ্কারিতে প্রায় ১৭০০ কোটি টাকা তছরূপের  দায়ে তাঁকে জরিমানার নোটিস ধরাতে চলেছে ইডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিসা বিতর্কের জেরে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী  ফের শিরোনামে। তাঁকে ভিসা পাইয়ে দিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যস্থতা নিয়ে  জাতীয় রাজনীতি তোলপাড়। এই অবস্থায় ইতিমধ্যেই  বিস্ফোরক তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন ললিত মোদী। এরকম পরিস্থিতিতেই পাল্টা তোপ দাগল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। ইডি সূত্রের খবর,  আইপিএল কেলেঙ্কারিতে বিদেশি মুদ্রা আইন ভাঙার একাধিক মামলায় ললিত মোদীকে চূড়ান্ত নোটিস পাঠানোর প্রক্রিয়া চলছে।


ইডি সূত্রের খবর,
বিদেশি মুদ্রা আইন ভাঙার ১৬ টি মামলায় অভিযুক্ত ললিত মোদী


এই মামলাগুলিতে মোট ১৭০০ কোটি টাকা তছরূপেরঅভিয়োগ রয়েছে তাঁর বিরুদ্ধে


এইসব মামলায় জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে তছরূপের অঙ্কের তিন গুণ।


ললিত মোদীর বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন ভাঙা ও হাওলায় লেনদেনের আরও কয়েকটি  অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা


আইপিএলের মিডিয়া সত্ত্ব বিতরণ সংক্রান্ত আর্থিক অনিয়মের মামলাও চলছে ললিতের বিরুদ্ধে।


ললিতের আইনজীবী মেহমুদ আবদির বয়ান খারিজ করে ইডি সূত্রের খবর,  ললিত মোদীর বিরুদ্ধে  ইন্টারপোলের  ব্লু কর্ণার নোটিস এখনও বহাল রয়েছে। মানি লন্ডারিং আইনে তথ্য প্রমাণ মিললে ললিত মোদীর বিরুদ্ধে রেড কর্ণার নোটিসও জারি হতে পারে। ওই আইনবলে ললিত মোদীকে গ্রেফতারও করা হতে পারে।