ওয়েব ডেস্ক: আধার নম্বর দেওয়ার সময়সীমা বাড়াল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এতদিন সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সেই সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। আধার জমার ক্ষেত্রে একই সময়সীমা পেনশন উপভোক্তাদেরও। সামাজিক নিরাপত্তা প্রকল্পের সমস্ত সুবিধা ভোগ করতে এই আধার নম্বর জরুরি বলে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দাউ দাউ করে জ্বলছে গোটা হ্রদ, আগুন নিভবে কীভাবে?


স্বচ্ছতা এবং জালিয়াতি ঠেকাতে পেনশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। এই খবর জানিয়েছেন সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার VP জয়। একই সঙ্গে পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমার শেষ দিনও ৩১ মার্চ।


আরও পড়ুন  জীবিত আছেন প্রমাণ করতে উত্তরপ্রদেশে ভোটে লড়ছেন 'মৃত' ব্যক্তি!