জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি শনিবার রাজ্যে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন। তাঁর দাবি এই নিষেধাজ্ঞা বিদেশী পর্যটকদের আগমন এবং বৈদেশিক মুদ্রার আয়কে ‘প্রভাবিত’ করছে। তিনি উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বোধগয়ায় বুধ মহোৎসবের সময় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মাঝি দাবি করেছিলেন যে বিহার মদের উপর নিষেধাজ্ঞার কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হারাচ্ছে।


মাঝি বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক পর্যটন স্থান হওয়া সত্ত্বেও, বিদেশীরা বোধগয়ায় দুই থেকে তিন ঘন্টার বেশি সময় কাটায় না। তারা বোধগয়া এবং গয়ায় আসে, গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখে এবং উত্তর প্রদেশের বারাণসী অথবা ঝাড়খণ্ডের হাজারিবাগে ফিরে যায়’।


আরও পড়ুন: Mughal Garden name Changed: রাষ্ট্রপতি ভবনের উদ্যানের নাম বদলে দিল মোদী সরকার, কী হল মুঘল গার্ডেনের নতুন নাম?


মাঝি আরও বলেন, ‘আমি তেজস্বীকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এবং রাজ্যে মদের বিক্রি ফের শুরু করার জন্য অনুরোধ করছি। আমরা যদি চাই যে বিদেশী পর্যটকরা আরও বেশি দিন এখানে থাকুন এবং এখানে আরও বেশি ব্যয় করুন, তাহলে তাদের খাবার এবং পানীয়ের বিষয়ে যত্ন নিতে হবে। যদি মদ আবার চালু করা হয়, তাদের আগমন অবশ্যই দশগুণ বৃদ্ধি পাবে’।


আরও পড়ুন: Himanta Biswa Sharma: রাজ্যের কয়েক হাজার মহিলার স্বামী গ্রেফতার হবেন আগামী ৬ মাসে, হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর


বোধগয়ার কাল চক্র মাঠে দুই বছর পর বুদ্ধ মহোৎসবের আয়োজন করা হচ্ছে এবং ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এটির উদ্বোধন করেছিলেন।


উল্লেখযোগ্যভাবে, রাজ্যে মদের নিষেধাজ্ঞার ফলে হুচ ট্র্যাজেডি বেড়েছে। সর্বশেষ ঘটনাটি ২২ জানুয়ারী সিওয়ানে ঘটেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে আক্রান্তদের মধ্যে একজন আত্মহত্যা করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)