বিজেপি-তে অমরিন্দর! হতে পারেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী
পিঠে অস্ত্রোপচারের জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন অমরিন্দর সিং। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক পরে তিনি দেশে ফিরলে তাঁর দল `পাঞ্জাব লোক কংগ্রেস`-কে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই মাসেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি সূত্রে জানা গিয়েছে অমরিন্দর সিংকে এনডিএ জোটের তরফে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হতে পারে।
পিঠে অস্ত্রোপচারের জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন অমরিন্দর সিং। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক পরে তিনি দেশে ফিরলে তাঁর দল 'পাঞ্জাব লোক কংগ্রেস'-কে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অমরিন্দরকে উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী করা হলে বিজেপির সঙ্গে তার দলের মিশে যাওয়ার প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন তার স্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রণিত কৌর। পাতিয়ালার সাংসদ প্রণীত এখনও কংগ্রেসেই রয়েছেন।
আরও পড়ুন: WATCH: জওয়ানরা ভালো Gun জানেন, ভালো গানও জানেন...
আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ৫ জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগামী ২০ জুলাই মনোনয়ন যাচাই করা হবে। ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ জোট তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট।