শরিকি বিবাদের জেরেই খুন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র
শরিকি বিবাদের জেরেই খুন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিস। ম্যাজিস্ট্রেটের সামনে কংগ্রেস নেতা নীরজ সিংয়ের ময়নাতদন্ত। শরীরে মিলেছে ৬৭টি বুলেটের চিহ্ন।
ওয়েব ডেস্ক : শরিকি বিবাদের জেরেই খুন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিস। ম্যাজিস্ট্রেটের সামনে কংগ্রেস নেতা নীরজ সিংয়ের ময়নাতদন্ত। শরীরে মিলেছে ৬৭টি বুলেটের চিহ্ন।
গতকাল ধানবাদে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে প্রাক্তন মেয়র সহ মৃত্যু হয় ৪জনের। ২ বন্ধু এবং দেহরক্ষীকে নিয়ে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা নীরজ সিং। স্টিল গেটের কাছে প্রাক্তন ডেপুটি মেয়রের গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে।
ঘটনার জেরে আজ সকাল থেকে থমথমে ধানবাদ। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন CRPF। গভীর শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তদন্তে DGP-র নেতৃত্বে সিট গঠন করা হয়েছে।