ওয়েব ডেস্ক: বুধবার সকালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মভিটে তামিল নাড়ুর রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা হল শববাহী বিমান। স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সম্পন্ন হবে রাষ্ট্ররত্নের শেষকৃত্য। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ৩০ জুলাই, বৃহস্পতিবার বেলা ১১টায়। তামিল নাড়ুর রামেশ্বরমে পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গেই অনুষ্ঠিত হবে তাঁর শেষকৃত্য।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারতরত্ন এপিজে আব্দুল কালামের পরিবার চেয়েছিল ঘরের ছেলের শেষকৃত্য সম্পন্ন হোক তাঁর জন্মভিটেতেই। সেইমতই দিল্লি থেকে কালামের দেহ নিয়ে যাওয়া হচ্ছে তামিল নাড়ুর উদ্দেশ্যে। 


সোমবার আইআইএম-শিলংয়ে বক্তৃতা করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কালাম। অসুস্থ কালামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। সোমবারই সামরিক বাহিনীর বিশেষ বিমানে শিলং থেকে দিল্লিতে নিয়ে আসা হয় প্রাক্তন রাষ্ট্রপতির দেহ। কালামের দেহ রাখা হয়েছিল একটি সরকারি ভবনে, সেখানে তাকে শ্রদ্ধা জানান ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতরত্ন সচিন তেন্ডুলকার সহ আরও অনেকে।