নিজস্ব প্রতিবেদন: দু'দশক পর রায়। কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে ৩ বছর কারাদণ্ডের আদেশ দিল বিশেষ সিবিআই আদালত। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডির একটি কয়লা খাদান বন্টনে অনিয়মের অভিযোগে জড়িয়ে গিয়েছিল বাজপেয়ী জমানারা কয়লা প্রতিমন্ত্রী দিলীপ রায়ের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা আক্রান্ত কিংবদন্তি ফুটবলার রোনালডিনহো


সোমবার ওই মামলার সাজা ঘোষণা করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক ভরত পরাশর। তিন বছর কারাদণ্ডের সঙ্গে তিনি দিলীপ রায়কে ১০ লাখ টাকা জরিমানাও করেন বিচারক। এমাসের গোড়ার দিকে  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে ৪০৯, ৪২০, ১২০-বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালতে দিলীপ রায়ের যাবজ্জীবন সাজার সওয়াল করে সিবিআই।


সিবিআইয়ের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী ভি কে শর্মা ও এ পি সিং। ওই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের তত্কালীন আধিকারিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও  নিত্যানন্দ গৌতমেরও যাবজ্জীবন কারাদণ্ডের জন্য সওয়াল করেন আইনজীবীরা।


আরও পড়ুন-ছবি: দশমীর বিকেলও দর্শনার্থীর ঢল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে


ওড়িশায় বিজু জনতা দলের অন্যতম সদস্য ছিলেন দিলীপ রায়। ২০০২ সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন  ও পরে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।