নিজস্ব প্রতিবেদন: বেকায়দায় পড়েছেন বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদের একাংশ। উচ্চশিক্ষার জন্য বা কাজের সূত্রে যাঁরা বিদেশে যেতে চান। তাঁদের অনেকেই কোভ্যাক্সিন টিকা নিয়ে ফেলেছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি তালিকায় জায়গা পায়নি কোভ্যাক্সিন টিকা। যার ফলে বেশ কিছু দেশে কোভ্যাকসিন টিকা গ্রহণযোগ্য হবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 বিমানে ওঠার আগেই বিধিনিষেধের আওতায় পড়বে।   আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহীতে যেতে পারবে না কো-ভ্যাকসিন টিকা নেওয়া ব্যক্তিরা।‌ 


‘‌কোভ্যাক্সিন’‌বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত টিকা নয়। তাই কোয়ারেন্টিনেও থাকতে পারবেন না। ফলে   ব্যক্তিগত উপায়ে কোনও হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যার ফলে খরচ প্রচুর বেড়ে যাবে ভারতীয়দের পক্ষে। 


‌হু’‌র তালিকায় রয়েছে মডার্না, ফাইজার, কোভিশিল্ডের টিকা। তাহলে কোভ্যাক্সিন নয় কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কো-ভ্যাক্সিন কে স্বীকৃতি দিতে ‌আরও অনেক তথ্যের প্রয়োজন রয়েছে। 



ভারত বায়োটেক এবার সেই পথকেই সহজ করছে।  তারা বৈঠকের আয়োজন করেছে।  জানা গিয়েছে ভ্যাকসিনকে টিকা সংক্রান্ত ৯০ শতাংশ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। বাকি তথ্য জুনের মধ্যে দেওয়া হবে।


‌ভারত বায়োটেক আশাবাদী সব তথ্য পেয়ে গেলে হু’‌র ছাড়পত্র পাওয়া যাবে। যার ফলে আমেরিকা, ব্রাজিল, হাঙ্গারি সহ  ৬০ টি দেশে কো-ভ্যাক্সিন নিয়ে প্রবেশের অনুমতী মিলবে।