নিজস্ব প্রতিবেদন- তামিলনাড়ুর কুড্ডালোর জেলার একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। চারজন গুরুতর আহত বলে জানা যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধংসস্তুপের ভিতরে আরও কেউ আটকে থাকতে পারে। ফলে মৃতের সংখ্যা বাড়তেও পারে। কট্টুমন্নারকোইল শহরের এই বাজি কারখানায় বিস্ফোরণের কারণ এখন জানায়নি স্থানীয় প্রশাসন। চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে এই বাজি কারখানায় বিস্ফোরণে আস্ত বিল্ডিং ধসে পড়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তিন কিমি দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বাবরি মসজিদের বিকল্প পাঁচ একর জমিতে আগে তৈরি হবে হাসপাতাল!


প্রবল বিস্ফোরণের শব্দ শুনে লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণের তীব্রতায় গোটা বিল্ডিং ধসে পড়েছে। বাজি কারখানার মালিকও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিস জানিয়েছে, কারখানার লাইসেন্স ছিল। মৃতদের মধ্যে সবাই কারখানার শ্রমিক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। কারখানার ভিতর Country Made Bombs বানানো হত কি না তা খতিয়ে দেখছে পুলিস। তামিলনাড়ুর সরকার ইতিমধ্যে সব সংস্থায় একশো শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করার অনুমতি দিয়েছে। ফলে এদিন বাজি কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল। বিস্ফোরণের সময় কারখানার মালিকও সেখানে হাজির ছিলেন। ফলে তিনিও প্রাণ হারান।