ওয়েব ডেস্ক: মূল্যবৃদ্ধি কমেছে। বেড়েছে শিল্পোত্পাদন হারও। বৃহস্পতিবার এই জোড়া সুখবরের পর আরও একটা স্বস্তির খবর। সেপ্টেম্বরে রফতানিতে ব্যাপক বৃদ্ধি। সরকারের পরিসংখ্যান অনুাযায়ী, ২৫.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে রফতানি। তা পৌঁছেছে ২৮.৬১ বিলিয়ন ডলারে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূলত, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক ও পেট্রোপণ্যের রফতানি বেড়েছে। রফতানির সঙ্গে ১৮.০৯ শতাংশ বেড়েছে আমদানিও। তা সেপ্টেম্বরে ছিল ৩৭.৫৯ বিলিয়ন ডলার। বাণিজ্যখাতে ঘাটতি গত সাত মাসে সবর্নিম্ন পৌঁছেছে সেপ্টেম্বরে। ওই মাসে বাণিজ্যখাতে ঘাটতি ছিল ৮.৯৮ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর একইসময়ে ঘাটতি ৯.০৭ বিলিয়ন মার্কিন ডলার। ১১.৬৪ বিলিয়ন ডলার ঘাটতি ছিল অগাস্টে।      


তেলের আমদানি বেড়েছে। তবে সোনার আমদানি ৫ শতাংশ কমে গিয়েছে। অর্থমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ মাস ধরে রফতানি ইতিবাচক বৃদ্ধি পেয়েছে।সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেয়েছে ২৫.৬৭ শতাংশ। অর্থমূল্যে ২৮.৬১ বিলিয়ন মার্কিন ডলার। 


আরও পড়ুন, দীপাবলির আগে স্বস্তি দিল শিল্প সূচক ও মূল্যবৃদ্ধি