নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Covid Second Wave) দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট। শুরু হয়েছে মৃত্যু মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোদী সরকারের (Modi Govt) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছে বিরোধীরা। ফেসবুকের দেওয়ালে আছড়ে প্রধানমন্ত্রীর ইস্তফা চেয়ে #ResignModi। কিন্তু এই হ্যাশট্যাগটি আশ্চর্যজনকভাবে মুছে দেয় ফেসবুক। সরকারের নির্দেশে ফেসবুক (Facebook) প্রতিবাদীদের কণ্ঠরোধ করছে বলে শুরু হয় বিতর্ক। বিরোধিতার মুখে সংস্থা জানিয়েছে,''এটা ভুলবশত ঘটেছে।''          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিমবঙ্গে অষ্টম দফার নির্বাচনের আগে অতিমারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর (PM Modi) বিরোধিতায় ফেসবুকে (Facebook) #ResignModi হ্যাশট্যাগে পোস্ট করেন নেটিজেনরা। কিন্তু তার পরই ফেসবুক থেকে উধাও হয়ে যায় এই হ্যাশট্যাগটি। চলতি বছরেই ফেসবুক ও টুইটারে উপরে সরকারি নিয়ন্ত্রণ আনতে আইন এনেছে কেন্দ্রীয় সরকার। দুইয়ে দুইয়ে চার করে নেটিজেনরা অভিযোগ করেন, এই আইনের প্রয়োগ করে ফেসবুককে পোস্ট মোছার নির্দেশ দিয়েছে সরকার। মতপ্রকাশ স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। সেই অভিযোগ অস্বীকার করে মার্ক জুকারবার্গের সংস্থা জানায়, ভুলবশত হ্যাশট্যাগটি মুছে দেওয়া হয়। তবে সেটা সাময়িক। পরে ভুল শুধরে নেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি।                       


ফেসবুকের (Facebook) মুখপাত্র জানিয়েছেন,''হ্যাশট্যাগটি ভুল করে মুছে দেওয়া হয়েছিল। সরকারের তরফে কোনও নির্দেশ আসেনি। বিভিন্ন কারণে স্বয়ংক্রিয় অথবা সাধারণ প্রক্রিয়ায় হ্যাশট্যাগ ব্লক করে ফেসবুক। আর যে ভুলটি এক্ষেত্রে হয়েছে, তা শুধুমাত্র এই হ্যাশট্যাগেই হয়নি। আগেও ঘটেছে।''



প্রসঙ্গত, কোভিড সংক্রান্ত পোস্টে রাশ টেনেছে টুইটার। চলতি বছরের শুরুতে কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় ৫০০-র বেশি অ্যাকাউন্ট ব্লক করেছে তারা।   


আরও পড়ুন- জীবন বাঁচাতে পারে Covid রোগীর, ১ লাখ Portable Oxygen Concentrators কেনার নির্দেশ নমোর