নিজস্ব প্রতিবেদন: পেঁয়াজের ছবিতে রয়েছে যৌনতা। তাই ফেসবুক মুছে দিল সেই ছবি। এই ছবিটি যিনি পোস্ট করেছিলেন, তাঁকে সতর্কও করেছে ফেসবুক। কিন্তু পেঁয়াজের সঙ্গে যৌনতার সম্পর্ক কোথায়? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেপ্টেম্বর মাসে কানাডার এক ব্যবসায়ী   তাঁর ফেসবুক পেজে পেঁয়াজ বিক্রির জন্য সুন্দর কটি টাটকা ছবি  পোস্ট করেন। ফেসবুক তা মুছে ফেলে। কারণ, এই দুই ছবি নাকি  ফেসবুকের নিয়ম-নীতিকে লঙ্ঘণ করছে। কাম জাগাবে এই পেঁয়াজ। এমনই অভিযোগে বিস্তর নোটিফিকেশন পাঠানো হয় ওই ব্যবসায়ীকে। ঘটনাটির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল।  


 


So we just got notified by Facebook that the photo used for our Walla Walla Onion seed is "Overtly Sexual" and therefore cannot be advertised to be sold on their platform... Can you see it?

Posted by The Seed Company by E.W. Gaze on Saturday, 3 October 2020

ফেসবুকের এই অদ্ভুত কাজ নিয়ে খোরাক করা হয়েছে। ফেসবুকের অ্যালগরিদম নিয়ে  ব্যঙ্গ করা হচ্ছে। আর এর জেরেই শেষমেশ ছবিকে ফিরিয়ে এনেছে ফেসবুক।  ক্ষমাও চেয়েছে তারা। জানা যাচ্ছে, পেঁয়াজের আকার পছন্দ হয়নি ফেসবুকের অ্যালগরিদমের।