ওয়েব ডেস্ক: দামে ছাড় এবং ওষুধ ও চিকিত্‍সা সরঞ্জামের ব্যাপ্তি। দুই নিরিখে ন্যায্যমূল্যের ওষুধ দোকানকেও পিছনে ফেলে দেবে অমৃত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট, সংক্ষেপে AMRIT। স্বাস্থ্য নিয়ে মোদীর মাস্টার প্ল্যান। কেন্দ্রের অধীনে এমন এক ফার্মাসি যেখানে ওষুধ থেকে পরিষেবা, সব মিলবে অবিশ্বাস্য কম দামে। কী মিলবে সেখানে?


১) অমৃত ফার্মেসিতে যে কোনও কেনাকাটায় সর্বোচ্চ ৯০% ছাড় পাওয়া যাবে।


২) অমৃত ফার্মেসিতে মিলবে জেনেরিক ও ব্র্যান্ড নেম-এর যে কোনও ওষুধ।


৩) নারকোটিক ড্রাগস, ভ্যাকসিন, সিরাম ও অ্যান্টিজেনও মিলবে অমৃত-এ।


আরও পড়ুন- জমি ধরে রেখে রাজ্যে বিনিয়োগের স্বপ্ন জিইয়ে রাখল ইনফোসিস


৪)পাওয়া যাবে পেসমেকার, স্টেন্ট, স্টিল ও টাইটেনিয়াম প্লেটের মতো প্রতিস্থাপন সরঞ্জাম।


৫) কানে শোনার যন্ত্র, চশমা, কন্টাক্ট লেন্স, হাঁটুর প্যাড, কলারের মতো সরঞ্জামও মিলবে।


৬) অস্ত্রোপচারে যাবতীয় সরঞ্জাম কেনা যাবে অমৃত ফার্মাসি থেকে।


৭) যাবতীয় প্যাথলজিকাল ও ডায়াগনস্টিক পরীক্ষাও করা যাবে অমৃত ফার্মাসিতে।


আরও পড়ুন ‘এগলেস চকোলেট কেক’ তৈরির সবথেকে সহজ পদ্ধতিটা শিখে নিন


কতটা সুরাহা দেবে অমৃত। একটা উদাহরণ যথেষ্ট। ক্যান্সার চিকিত্‍সায় ব্যবহৃত হয় Zoledronic Acid হাড়ের ক্ষয় রোধ করতে এই ট্যাবলেট লাগে। একটি স্ট্রিপের দাম ২৬০০ থেকে ২৮০০ টাকা। অমৃত ফার্মেসি এই ট্যাবলেট দেবে ১৪১ টাকায়।