নিজস্ব প্রতিবেদন: শেষ বার এত খারাপ অবস্থা হয়েছিল বাজপেয়ী জমানার শেষলগ্নে। মোদীর ৫ বছরের শেষেও কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার আবার ঠেকল তলানিতে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। জানানো হয়েছে গত ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধির হার ছিল ২.০৪ শতাংশ। যা গত ১১টি ত্রৈমাসিকে সর্বনিম্ন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর থেকে প্রকাশিত তথ্য বলছে, গত ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধির হার ছিল ২.০৪ শতাংশ। যা গত ১৪ বছরে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধির হার ছিল -১.১ শতাংশ।  


কাশ্মীর নিয়ে ইসলামিক রাষ্ট্রের সম্মেলনে গৃহীত প্রস্তাবে কড়া প্রতিক্রিয়া জানালেন সুষমা


ক্ষমতায় আসার পর থেকেই কৃষকের জন্য একের পর এক প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। গত মাসেই অন্তর্বর্তী বাজেটে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে প্রায় ১২ কোটি কৃষক বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন বলে দাবি কেন্দ্রের।