নিজস্ব প্রতিবেদন: নয়া ৩ কৃষি আইন নিয়ে এক কদম পিছু হেঁটে সমস্যা সমাধানের রাস্তা খোলা রাখল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার কেন্দ্রের সঙ্গে দশম দফায় আলোচনায় কৃষক নেতাদের সরকার জিনিয়ে দিল, আলোচনার মাধ্যমেই কৃষি আইন সংক্রান্ত সমস্যার সমাধান করতে চায় সরকার। এর জন্য প্রয়োজনে আগামী দেড় বছর কৃষি আইন লাগু করবে না সরকার। এনিয়ে চিন্তাভাবনা করুক কৃষকরা। সরকারের ওই প্রস্তাবে সঙ্গে সঙ্গে কোনও সায় দেননি কৃষক নেতারা। বরং একদিন সময় চেয়েছেন তাঁরা। বৃহস্পতিবার এনিয়ে তাঁদের মতামত সরকারকে জানাবেন কৃষকরা।



আরও পড়ুন-'যুবকদের স্বপ্নভঙ্গ', ৫ বছরে Congress থেকে TMC হয়ে BJP-তে গিয়ে বললেন অরিন্দম


দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি আইন নিয়ে  সরকারের সঙ্গে দশম দফার আলোচনা নিয়ে অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, 'সরকার জানিয়েছে, প্রয়োজনে দেড় বছর নয়া ৩ কৃষি আইন লাগু করা হবে না। এনিয়ে তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতেও প্রস্তুত। এছাড়াও বলা হয়েছে ফসলের সহায়ক মূল্য দেওয়া নিয়ে সমস্যা মেটাতে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি কৃষি আইন নিয়েও মতামত দেবে। তাদের সুপারিশ মতোই পদক্ষেপ নেওয়া হবে। এনিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কৃষকরা। আগামিকাল এনিয়ে আমরা আলোচনা করব। '




আরও পড়ুন-'কর্মচারী হতে চাইলে TMC-তে থাকুন, সহকর্মী হলে BJP-তে', রাজীব-প্রবীরকে Suvendu


কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় কিছুটা স্বস্তির ছাপ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের মুখে। তিনি বলেন, আগামী দেড় বছর কৃষি আইন লাগু করা হবে না বলে প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষকরা এনিয়ে ভাবনা চিন্তা করতে তৈরি। এনিয়ে ২২ জানুয়ারি সিদ্ধান্ত জানাবে কৃষকরা।


এদিকে, অধিকাংশ কৃষক নেতার দাবি, সরকারের প্রস্তাবে রাজী হয়নি কৃষকরা। বরং তাদের দাবি, কোনও রকম স্থগিত নয়, বাতিল করতে হবে ৩ কৃষি আইন।