নিজস্ব প্রতিবেদন: নয়া ৩ কৃষি আইন নিয়ে বিরোধীদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। নিজেদের রাজনৈতিক আখের গোছানোর জন্য কৃষকদের ব্যবহার করবেন না।  বড়দিনে PM Kisan Samman Nidhi প্রকল্পের ১৮,০০০ কোটি টাকা দিয়ে এভাবেই বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কোচবিহারে BJP কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)প্রকল্প চালু না করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ দেশের একমাত্র রাজ্য যেখানকার ৭০ লাখ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পাননি। আর তিনিই কৃষকদের কাছে প্রতিনিধি পাঠিয়ে নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিপথে চালনা করার চেষ্টা করছেন।


কৃষক আন্দোলেন নিয়ে এতদিন অমিত শাহ, রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, নরেন্দ্র সিং তোমর-রা সরব হলেও প্রধানমন্ত্রী তেমন কিছুই বলেননি। শুক্রবার এক ভার্চুয়াল ভাষণে কৃষি আইনের বিরোধিতা করার জন্য, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ও দেশের অন্যান্য বিরোধীদের তুলোধনা করেন নমো। তিনি বলেন, বিরোধীরা বলছে, নয়া কৃষি আইন লাগু হলে মান্ডি সিস্টেম উঠে যাবে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে নেওয়া হবে। কেরলে এখন সিপিএম সরকার রয়েছে। আগে ছিল কংগ্রেস সরকার। কৃষকদের জন্য তাদের এত দরদ থাকলে কেরলে কিষাণ মান্ডি নেই কেন!


আরও পড়ুন-দফায় দফায় বোমাবাজি, ভাঙচুর, BJP কর্মীকে গুলির ঘটনায় রণক্ষেত্র কোচবিহার


প্রধানমন্ত্রী এদিন বলেন, নয়া কৃষি বিল নিয়ে কৃষকদের মনে কিছু আশঙ্কা রয়েছে।  কিন্তু বিরোধীরা তাদের কাছে যাচ্ছে বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে হাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে। এর মধ্যেই বেশ কয়েকটি রাজ্যে পুরসভা ও  পঞ্চায়েতের নির্বাচনে বিরোধীদের প্রত্যাখান করেছে সাধারণ মানুষ। এনডিএ সরকারের আগে কৃষকদের নিয়ে এভাবে ভাবেনি কোনও সরকার। সব জেনেই তারা চুপ করেছিল। এনডিএ ক্ষমতায় আসার পর কৃষকদের সেই অবস্থা থেকে বের করে আনার চেষ্টা করেছে সরকার। স্বামীনাথ কমিটির সুপারিশ কার্যকর করা হয়েছে। ফসলের ন্যূনতম দাম বাড়ানে হয়েছে।


কৃষকদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী সাফ জানান, বিরোধীরা বলছে কিষাণ মান্ডি উঠে যাবে। ফসলেন ন্যূনতম দাম পাওয়া যাবে না। কৃষকরা শুনে রাখুন, যেখানে ফসলের বেশি দাম পাবেন সেখানেই ফসল বিক্রি করুন। MSP-তে বিক্রি করতে চাইলে বিক্রি করুন। মান্ডিতে বিক্রি করতে চাইলে বিক্রি করুন। অন্য কোথায় বিক্রি করতে চাইলে করুন। কোনও সমস্যা নেই। বিরোধীদের কথা বিশ্বাস করবেন না।