নিজস্ব প্রতিবেদন: কৃষি আইন বাতিল করতে হবে। এখন একটাই দাবি দিল্লির উপকন্ঠে অপেক্ষমান কৃষকদের। সরকারের সঙ্গে এনিয়ে তিনবার আলোচনা হয়ে গিয়েছে। ফের আলোচনা হবে ৯ ডিসেম্বর। এর মধ্যেই আগামী ৮ ডিসেম্বর 'ভারত বনধ' ডেকেছে আন্দোলনকারী কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনাভাইরাস দূর হলেও পরিবেশের জন্য ভয়ঙ্কর হতে চলেছে জিসপোজেবল মাস্ক!



কৃষকদের ডাকা ভারত বনধে সমর্থন করছে দেশের ১১ রাজনৈতিক দল। এদের মধ্যে রয়েছ আম আদমি পার্টি, কংগ্রেস তেলঙ্গানা রাষ্ট্র সমিতি, তৃণমূল কংগ্রেস, আরজেডি, বাম দলগুলি-সহ একাধিক শ্রমিক ইউনিয়ন।


আন্দোলকারী কৃষকদের তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে আজ ওই ১১ দলের সমর্থনের কথা জানান হয়েছে। ওই প্রেস বিবৃতিতে সাক্ষর করেছেন সোনিয়া গান্ধী, এম কে স্ট্যালিন, শরদ পাওয়ার, তেজস্বী যাদব, ফারুক আবদুল্লা, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, দেবব্রত বিশ্বাস, মনোজ ভট্টাচার্যরা।



কয়েক দিন আগেই দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের পুলিস যখন ধড়পাকড় করছিল সেই সময়েই এর প্রতিবাদ করেছিল আম আদমি পার্টি। পাশাপাশি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল সাফ বার্তা দিয়েছিলেন যে তিনি আন্দোলনকারী কৃষকদের পাশে রয়েছেন।


রবিবার টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও জানিয়ে দিয়েছেন, তিনি ভারত বনধের পক্ষে। দলের কর্মীদের তিনি ভারত বনধ সফল করার ডাক দিয়েছেন।



আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে আরজেডি। শনিবার দলের প্রধান তেজস্বী যাদব জানিয়েছেন, কৃষকদের জন্য তিনি শনিবার প্রতিবাদ আন্দোলনেও নেমেছিলেন।


আরও পড়ুন-'আমার কাছেও BJP-তে যাওয়ার অনেক অফার, তৃণমূলের ক্ষতি করছে TMC-র লোকেরাই', বিস্ফোরক উদয়ন (Udayan)


সিসিএম, সিপিআই-সহ  একাধিক বাম দল ৮ ডিসেম্বর ভারত বনধে অংশ নিচ্ছে। দলের পক্ষ থেকে এক আবেদনে জানান হয়েছে, নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দেশের সব বড় দলের উচিত প্রতিবাদে রাস্তায় নামা।


বনধের বিরোধিতা করলেও ৮ ডিসেম্বর ভারত বনধে নৈতিক সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেস। বনধের দিন কৃষক আন্দোলনের পাশে থাকতে ধরনা চলবে বলে দলের তরফে জানান হয়েছে।


বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও ৮ ডিসেম্বরের বনধে সমর্থন দিচ্ছে INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC মত শ্রমিক সংগঠন।