ওয়েব ডেস্ক: বাঘপ্রেমীদের জন্য খারাপ খবর। ভারতে কমল বাঘের সংখ্যা। শুক্রবার কেরল বিধানসভায় বাঘসুমারির ফল ঘোষণা করেছেন সেরাজ্যের বনমন্ত্রী কে রাজু। তাতেই দেখা যাচ্ছে গত কয়েক বছরে কেরলে কমেছে বাঘের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১০ সালের বাঘসুমারি অনুসারে ৬৪৩ বর্গ কিলোমিটারে বিস্তৃত পারাম্বিকুলাম অভয়ারণ্যে ছিল ৩৮টি বাঘ। ৯২৫ বর্গ কিলোমিটারে ছড়িয়ে থাকা পেরিয়ার অভয়ারণ্যে বাঘ ছিল ৩৪টি। অর্থাত্ মোট বাঘের সংখ্যা ছিল ৭২টি।


এখন ২০১৬ সালের বাঘসুমারি অনুসারে সেরাজ্যে রয়েছে অন্তত ৫৮টি বাঘ। মন্ত্রী জানিয়েছেন, পেরিয়ার অভয়ারণ্যে রয়েছে মোট ৩৩টি বাঘ। পারাম্বিকুলাম অভয়ারণ্যে রয়েছে ২৫টি। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে হয়েছে সুমারি। ক্রমশ বনাঞ্চলের পরিমান কমতে থাকায় বাঘের সংখ্যাও কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন, ভোপাল আতঙ্ক উত্তরাখণ্ডে, বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ বহু