ওয়েব ডেস্ক: সেনা জঙ্গি সংঘর্ষে ফের অশান্ত কাশ্মীর। উপত্যকার চার জায়গায় অনুপ্রবেশকারীদের নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। চার জঙ্গির মৃত্যু হয়েছে। মারা গেছেন এক পুলিসকর্মী।এক জঙ্গির মৃত্যুর রেশ এখনও ফুরোননি। দুমাস ধরে জ্বলছে কাশ্মীর। তারই মাঝে ফের জঙ্গি আক্রমণ। পুঞ্চের সেনা ছাউনির কাছে বাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ঘাঁটি গেড়েছে দুই জঙ্গি। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিস। শুরু হয় গুলির লড়াই।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আমাদের চোখ, কিডনি, রক্ত, চামড়ার খোলা বাজারে দাম জানুন


সেনাহবাহিনী ঘটনাস্থলে পৌছে পাল্টা গুলি চালাতে শুরু করলে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ে। নিরাপত্তারেখা বরাবরা তাঙধর, গুরেজ ও নাওগম সেক্টরেও অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সেনা সেই চেষ্টা বানচাল করে দিয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে।


আরও পড়ুন  প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া! জানালেন নিজেই