নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টাও কাটল না। বলা ভালো, রাতে জারি হল স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর সরকারি বিজ্ঞপ্তি। সাত সকালে তা প্রত্যাহার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। জানিয়ে দিলেন, স্বল্প সঞ্চয়ে সুদের হারে বদল হচ্ছে না।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিএফ-সহ স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কোভিড পরিস্থিতিতে মধ্যবিত্তের হাতে টান, এমন পরিস্থিতিতে সঞ্চয়ে সুদের হার কমায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় জনমানসে। তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ ও অসমের ভোটে। সে কারণে নির্মলা সীতারমন(Nirmala Sitharaman) সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন বলে মত অনেকের। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) টুইট করেন,'স্বল্প সঞ্চয়ে গত ত্রৈমাসিকের সুদের হারই অপরিবর্তিত থাকবে। অসাবধানতাবশত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তা প্রত্যাহার করা হল।'    



গতকাল রাতে বিজ্ঞপ্তি জারি করে সুদের হার কমিয়ে দিয়েছিল কেন্দ্র। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বার্ষিক সুদ ৪% থেকে কমিয়ে করা হয়েছিল ৩.৫%। এক বছরের আমানত সঞ্চয়ে সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৪.৪%। ২ বছরের আমানতে এখন মেলে ৫.৫% সুদ। তা কমে হয়েছিল ৫ শতাংশ। ৩ বছর ও ৫ বছরের আমানতেও সুদ কমে হয় যথাক্রমে ৫.১% ও ৫.৮%। রেকারিং ডিপোজিটে সুদ ৫.৮ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৫.৩%। প্রবীণ নাগরিকদের সঞ্চয়েও সুদ কমে হয় ৬.৫ শতাংশ। পিএফে সুদ কমে হয়েছিল ৬.৪%। ১৯৭৪ সালের পর থেকে তা সর্বনিম্ন। 


আরও পড়ুন- Assam Assembly Election 2021: শুনে রাখুন Ajmal; অসমকে ফের অনুপ্রবেশকারীদের আখড়া হতে দেব না, হুঁশিয়ারি Amit Shah