নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত এর পথে আরও একধাপ। কোভিড পরবর্তি পরিস্থিতি মোকাবিলার জন্য ২০ লাখ কোটা টাকা প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী। সেই প্যাকেজের পঞ্চম ধাপের বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে MANREGA-য় অতিরিক্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঘণ্টায় ১৮০ কিলোমিটার! বুধবার সন্ধ্যায় আমফান আছড়ে পড়বে সাগরদ্বীপে


লকডাউন-৩ .০ শেষ হওয়ার আগেই কেন্দ্র শিল্প, কৃষি, ব্যবসা ক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু প্রশ্ন উঠেছিল গরিব মানুষের কী হবে? পরিযায়ী শ্রমিকদের কী হবে? তাদের হাতে নগদ টাকা আসবে কীভাবে। রাহুল গান্ধী পর্যন্ত দাবি তুলেছেন সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক। তবে মনরেগায় আশার কথা শোনালেন অর্থমন্ত্রী।


আরও পড়ুন-কোথায় নিয়ন্ত্রণে! ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন প্রায় ৫হাজার, চিনকে ছাপিয়ে ভারতের সংখ্যা ৯০ হাজার


রবিবার নির্মলা সীতারমন ঘোষণা করেন, মনরেগা(MNREGA)প্রকল্পে অতিরিক্ত ৪০,০০০ কোটি টাকা খরচ করা হবে। দেশের বিভিন্ন উন্নয়নের কাজে ওই টাকা খরচ করা হবে। এতে গরিব মানুষ কাজ পাবেন। তাদের হাতে টাকাও আসবে। এতে ৩০০ কোটি কর্মদিবস তৈরি হবে।


অর্থমন্ত্রী আরও বলেন


# এমএসএমই-র জন্য স্পেশাল ইনসলভেন্সি প্রভিসনস। এর জন্য অর্ডিন্যান্সেও জারি হতে পারে।


# কোম্পানির ক্ষেত্রে অনেক জায়গায় ডেডলাইন বাড়ানো হয়েছিল। ছোটাখাটো ক্রুটিকে ডি-ক্রিমিনালাইজ করা হচ্ছে। কোম্পানির সমস্যা আদালতের বাইরে আপোষে মীমাংসা করার চেষ্টা হবে।


# প্রাইভেট সেক্টারকে সরকারি প্রকল্পে গুরুত্ব দেওয়া হবে।


# ছোট ও মাঝারি শিল্পে দেউলিয়া ঘোষণার সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হল।


# গ্রামীন এলাকার হাসপাতালে সংক্রমণ রোগীর চিকিত্সর ব্যবস্থা হবে।


# প্রতিটি ব্লকে তৈরি হবে হেলথ ল্যাব।


# স্বাস্থ্য মন্ত্রক কোভিড মোকাবিলায় রাজ্যগুলিকে ৪১১৩ কোটি টাকা দিয়েছে।


#  বিপর্যয় মোকাবিলা খাতে রাজ্যগুলিকে আরও ১১,০৯২ কোটি টাকা দেওয়া হয়েছে।


#  রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যগুলিকে দেওয়া অগ্রিম ৬০ শতাংশ বাড়িয়ে দেবে।


# ওভারড্রাফটের সীমা ২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২১ দিন করা হয়েছে।


# জনধন যোজনায় ২০ কোটি মানুষের অ্যাকাউন্টে ১০,২২৫ কোটি টাকা দেওয়া হয়েছে।